সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ (এসএসপিবি) এর সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ (এসএসপিবি) ২০২৩-২৪ সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এছাড়াও উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই সমাজের লক্ষ্য এবং বাংলাদেশে যারা আত্মহত্যা করার ঝুঁকিতে রয়েছে তাদের চিহ্নিত করে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।
সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ (এসএসপিবি) দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আত্মহত্যা প্রতিরোধে সকলকে একসাথে এই সমস্যা সমাধানে কাজ করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (এআইএসপি) এর তালিকাভুক্ত হয় সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ (এসএসপিবি)।