সবাইকে সন্দেহ হয়, বিশ্বাস করতে পারি না কাউকে

0
29

আমার বয়স ২৪ বছর। গত ২ বছর থেকে আমি প্রচণ্ড সন্দেহ প্রবণতায় ভুগছি। কাউকে বিশ্বাস করতে পারছি না। যে কাউকে দেখলেই মনে হয় সে আমার ক্ষতি করবে। এই কারণে আমার চার বছরের রিলেশন ব্রেকআপ হয়েছে। যার ফলে প্রচণ্ড মানসিক চাপে ভুগছি। আমি এখন কী করতে পারি পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী
মনোরোগ বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শের-ই-বাংলা নগর, ঢাকা।

এ ধরনের সমস্যা আপনার পরিবারের আর কারো ছিল কিনা সেটা উল্লেখ্য করা দরকার ছিল। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক কিছু তথ্য, যেমন: ঘুমের সমস্যা হয় কিনা, পড়াশোনা বা অন্যান্য কাজে মনোযোগ আছে কিনা সেগুলো জানা দরকার। এটি যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে তাহলে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। কারণ এ ধরনের সন্দেহবাতিকগ্রস্ততা দীর্ঘদিন চললে গুরুতর মানসিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। যাকে আমরা সাইকোসিস বলি। আপনার সমস্যাটিকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Previous articleআমি বাঁচতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই
Next articleসিওমেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here