রেগে গেলে সে দেয়ালের সাথে কথা বলে

সমস্যা : আমার ছোট মেয়েকে নিয়ে সমস্যায় আছি। তার বয়স ২২বছর। ছোটবেলা থেকেই তার সমস্যা শুরু হয়। তখন তার বয়স ছিল দশ বছর। সে সবসময় একা একা কথা বলতো আর কোথাও গেলে কোনো কিছু পছন্দ হলে তা সে লুকিয়ে ফেলতো। এই জন্য তাকে কোথাও নিয়ে গেলে চোখে চোখে রাখতে হতো। এটা যে একটা সমস্যা তখন বুঝতে পারিনি।  কিন্তু দিনে দিনে তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত দুই বছর যাবৎ নতুন উপসর্গ দেখা যাচ্ছে। সে খুব সাহসী ছিল। এখন অল্পতেই ভয় পায়। আর  রেগে গেলে সে দেয়ালের সাথে কথা বলে , আর খুশি হলে সে সব দিয়ে দেয়। গত বছর তার বিয়ে দিয়েছি। সবচেয়ে বড় সমস্যা হলো কখন যে খুশি হবে আর কখন যে রাগ করবে তা বোঝা মুশকিল। এই কারণে তার সংসারে সবসময় অশান্তি লেগেই আছে। এখন তার সংসার টিকবে কিনা আমি এই আতঙ্কে আছি।  এটা কি কোন মানসিক সমস্যা ? এর কি কোনো সমাধান আছে ? প্লিজ, স্যার পরামর্শ দিয়ে উপকৃত করবেন।
– রাবেয়া , গাজীপুর ।
পরামর্শ: যেহেতু আপনার মেয়ের আচার-আচরণ তার নিজের ও তার আশপাশের লোকজনের জন্য সমস্যার কারণ হয়ে দাড়াচ্ছে তাই অবশ্যই এটা একটা মানসিক সমস্যা। তার আচরণের পেছনে লুকানো মানসিক রোগটির স্বরূপ উদঘাটনের জন্য তাকে নিবিড় ভাবে ইন্টারভিউ করা প্রয়োজন। তাই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।
Previous articleআমি মেয়েটাকে ছেড়ে দিতে পারছি না
Next articleসাইকোথেরাপিতে ভাষা সমস্যায় পড়ছেন অভিবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here