মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা করেছে মেন্টাল হেলথ সাপোর্ট ক্লাব। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-এ-খুদা একাডেমিক ভবনে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সভায় কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা করে সংগঠনটি।
১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আসিম নাবিল ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রায়সুল ইসলাম মাহমুদ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শারমিন ইসলাম নিপা, কানিজ ফাতিমা রানি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন, মো. আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, জান্নাত জামান, সাংগঠনিক সম্পাদক মো. আমানুল ইসলাম আমান, প্রাপ্তি রায়, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক মো. নাহারুল ইসলাম, এএইচএস বায়জিদ, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক বুশরা জাহান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তাহিরা আঁখি, ব্রান্ডিং অ্যান্ড প্রমোশন বিষয়ক সম্পাদক মুস্তাকিম রহমান, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ডকুমেন্টেশন ও পাবলিকেশন বিষয়ক সম্পাদক মাসুম মিয়া।
কমিটির অনুমোদন দেন রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. নুরে আলম সিদ্দিকী। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতার খুবই অভাব রয়েছে। এজন্য সমাজে আত্মহত্যার মতো ঘটনা প্রতিনিয়ত বাড়ছেই। তোমরা তরুণরা দেশের ভবিষ্যৎ চিকিৎসা মনোবিজ্ঞানী। তোমাদের উদ্যোগে সমাজে মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক নাজিয়া আফরিন উপস্থিত ছিলেন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে