মাসিক মনের খবর এর মার্চ সংখ্যায় যা রয়েছে

0
65

মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর মার্চ  সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-ঘুম। যেখানে সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা থাকছে মনের খবর” মার্চ সংখ্যায়-
প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে পাবনা মানসিক হাসপাতাল এর কনসালটেন্ট ও সহকারী রেজিষ্টার মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব লিখেছেন আমরা কেন ঘুমাই শিরোনামে।
নিদ্রা অনিদ্রা কিংবা অতিনিদ্রা; কি করবেন–শিরোনামে আরেকটি  প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ  ডা. সৃজনী আহমেদ
মানসিক রোগ চিকিৎসা বিভাগে ঘুমের বিশেষ কিছু সমস্যা: ঘুমিয়ে হাঁটা, বোবায় ধরা, দুঃস্বপ্ন শিরোনামে লিখেছেন ডা. হোসনে আরা, মনোরোগ বিশেষজ্ঞ, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঘুমের ঔষধে হতে পারে আসক্তি –শিরোনামে মানসিক রোগ লিখেছেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এর  সহকারী অধ্যাপক মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসীর মারুফ
মাদক ঘুম পাড়ায়, ঘুম কমায় শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন কেন্দ্রীয়য় মাদাকাসক্তি নিরাময় কেন্দ্র এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম 
আপনার শিশু কি পর্যাপ্ত ঘুমাচ্ছে শিরোনামে শিশু মন বিভাগে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার এর একটি লেখা।
স্বামী-স্ত্রীর সুন্দর সম্পর্ক ঘুমের জন্যও জরুরী শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি(চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন ডাউন ‍সিনড্রোম: প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা শিরোনামে।
প্রবীণ মন বিভাগে বাড়ছে বয়স, বাড়ছে ঘুমের সমস্যা: চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ নয় শিরোনামে লিখেছেন সিলেট আল রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুষ্মিতা রায়
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে একুশ পদক অর্জনকারী সাহিত্যিক ও খ্যাতনামা মনোচিকিৎসক অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক এর সাক্ষাৎকার।
বিশেষ আয়োজন বিভাগে রয়েছে কয়েকজন সফল নারী উদ্যোক্তার অভিব্যক্তি। মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা কথা বলেছেনে চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ড সম্পর্কে

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর মার্চ সংখ্যায় পাঠকরা  টিপস বিভাগে পাবেনে পরিচ্ছন্ন ঘুমের জন্য শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।

সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/

Previous articleসন্তানকে শেখাবেন যেভাবে
Next articleশিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here