মানসিক রোগ চিকিৎসায় এন্টিসাইকোটিক মেডিসিন হিসেবে লুরাসিডন নিয়ে এসেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাতে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত মনের খবর অনলাইন টিভিতে প্রচারিত সায়েন্টিফিক ওয়েবিনারে দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ লুরাসিডন এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে লুরাসিডন আনার জন্য হেলথকেয়ারকে ধন্যবাদ জানান চিকিৎসকরা।
”Overview of Lurasidone as a Psychotropic” শীর্ষক ওয়েবিনারে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগ এর অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাইকিয়াট্রি রেসিডেন্ট ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর এর সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর সাইকিয়াট্রি রেসিডেন্ট ডা. আফরোজা আক্তার।
ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, একই বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহর ও অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান।
মনের খবর টিভিতে প্রচারিত ওয়েবিনারটি দেখতে এখানে ক্লিক করুন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে
https://youtu.be/WEgGpIiV6V8