ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মনোরোগবিদ্যা বিভাগের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৮ বেজে ৩০ মিনিটে ময়মনসিংহে অবস্থিত একটি অভিজাত রেস্তোরায় ডা. সাজিব আবেদিন এবং ডা. সবুজ এর সঞ্চালনায় বিদায়ী সহকারী শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কবির হাসান পারভেজ এবং সাবেক মনোরোগবিদ্যা বিভাগের পরিচালক এবং বিদায়ী সহকারী অধ্যাপক ডা.টুম্পা ইন্দ্রানি ঘোষ বক্তব্য রাখেন।
এই সময়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. কাওসার আহমেদসহ আরও অনেকে।
সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিষদ থেকে বিদায়ী শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট দেওয়া হয়।