ভালো থাকার জন্য সব চেয়ে প্রয়োজন ইতিবাচক মন: অমিতাভ রেজা

[int-intro]দেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন, নাট্যনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক তিনি। নির্মাণ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনচিত্র। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ব্যাপক দর্শকনন্দিত ও জনপ্রিয়তা পেয়েছে। তিনি অমিতাভ রেজা। মনের খবর পাঠকের মুখোমুখি এবার তিনি জানিয়েছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, স্বপ্নের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মামুন মিজানুর রহমান। [/int-intro]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]ভালো আছি।[/int-ans]
[int-qs]ভালো থাকার জন্য কী করা উচিত বলে মনে করেন?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]ভালো থাকার জন্য সব চেয়ে প্রয়োজন ইতিবাচক মন। সব কিছুকে ইতিবাচকভাবে দেখলে ভালো থাকা সম্ভব। আমি ট্রাফিক জ্যামের মধ্যেও ইতিবাচক দিক খোঁজে পাই এবং তখনও ভালো থাকতে পারি।[/int-ans]
[int-quote]মানসিক স্বাস্থের উন্নতির জন্য দরকার সাংস্কৃতিক চর্চা। এক্ষেত্রে আমাদের অবস্থান খুব খারাপ। সাংস্কৃতিক চর্চার পরিবর্তে এখানে ধর্মান্ধতার চর্চা হয়। স্বাভাবিকভাবেই এখানে মানসিক স্বাস্থ্য উন্নত না হওয়ার কথা।[/int-quote]
[int-qs]মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]মন খারাপ জীবনেরই অংশ।[/int-ans]
[int-qs]কী কী কারণে মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]আমার সাধারণত মন খারাপ হয় না। ব্যক্তিগত বিষয়ে আমার মন কমই খারাপ হয়। জাতীয় ও সামাজিক নানা বিষয়ে প্রায়ই মন খারাপ হয়। যশোর রোডের গাছ কাটার খবর শুনলে, সুন্দরবনে তেলের জাহাজ ডুবে যাওয়ার সংবাদসহ এ ধরনের জাতীয় বেদনার খবরে আমার মন খারাপ হয়।[/int-ans]
[int-qs]রাগ হয়? [/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]আমি রাগ করি না। [/int-ans]
[int-qs]একটুও রাগ হয় না?  [/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]শুধু বোকামী করলে একটু রাগ হয়। ব্যক্তি নয়, আমার বেশির ভাগ রাগ হয় সমাজের ওপর। [/int-ans]

[int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]আমি স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে দেখে।[/int-ans]
[int-qs]স্বপ্ন নিয়ে আপনার বক্তব্য কী?[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]স্বপ্ন অবচেতন মনেরেই প্রকাশ। স্বপ্ন নিয়ে ফ্রয়েডের যে বক্তব্য, আমারও একই বক্তব্য।[/int-ans]
[int-qs] মানসিক স্বাস্থ্যের ধারণাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে দেখেন? [/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]মানসিক স্বাস্থের উন্নতির জন্য দরকার সাংস্কৃতিক চর্চা। এক্ষেত্রে আমাদের অবস্থান খুব খারাপ। সাংস্কৃতিক চর্চার পরিবর্তে এখানে ধর্মান্ধতার চর্চা হয়। স্বাভাবিকভাবেই এখানে মানসিক স্বাস্থ্য উন্নত না হওয়ার কথা।[/int-ans]
[int-qs] অনেক ধন্যবাদ আপনাকে মনের খবরে সময় দেয়ার জন্য।[/int-qs]
[int-ans name=”অমিতাভ রেজা”]ধন্যবাদ মনের খবরকেও[/int-ans]

Previous articleকেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সাপ্তাহিক মনোশিক্ষণ
Next articleপ্যানিক ডিজঅর্ডার নিয়মিত চিকিৎসায় ভালো হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here