সাধারণ মানুষের মাঝে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) গতকাল (শুক্রবার, ১৮ই জানুয়ারী) ২০১৯ সকাল ০৭:৩০ মিনিটে গুলশান-২ লকে র্পাকে বার্ষিক স্পন্সরড ওয়াক (সৌজন্য হাঁটা)-এর আয়োজন করে। এবারের স্পন্সরড ওয়াকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ”সমতার পথে সবাই একসাথে”।
বিভিন্ন স্কুল, বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী, তাদের শিক্ষকবৃন্দ, গুলশান ক্লাব, গুলশান সোসাইটি, গুলশান হেলথ ক্লাব-এর সম্মানীত সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তররে গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহে সাহায্য করেন। এছাড়াও প্রায় ৩৩ জন বিদেশী স্বেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রী উক্ত অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড ভেলরী এ টেইলর এবং নির্বাহী পরিচালক মোঃ সফিকুল ইসলাম।
উল্লেখ্য, সিআরপি ১৯৭৯ সাল থেকে ছেলে-মেয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সিআরপি এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায় যেখানে প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, পুনর্বাসন, ভৌত অবকাঠামো ও তথ্যসহ সকল ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত হবে।