বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস, সিলেট (বাপসিল) এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২-১৩ ডিসেম্বর হবিগঞ্জের প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাপসিল সভাপতি প্রফেসর ডা.গোপী কান্ত রায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা. মোঃ তারিকুল আলম সুমন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নতুন বাপসিল কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী। বৈজ্ঞানিক কর্মশালায় সিওমেক মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মুবিনউদ্দিন আকুঞ্জি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ পর্বটি পরিচালনা করেন সাইকিয়াট্রিস্ট ডা. সুচিত্রা তালুকদার এবং এমডি ফেইজ বি এর চিকিৎসক ডা. মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষজ্ঞ হিসেবে মতামত প্রদান করেন প্রফেসর ডা.রেজাউল করিম, প্রফেসর ডা. দীপেন্দ্র নারায়ণ দাস, প্রফেসর ডা. সুস্মিতা রায় এবং প্রফেসর ডা. সিদ্ধার্থ পাল।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ সকলের ও করোনায় মৃত্যুবরণ করা সকল চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেটে বিদ্যমান সাইকিয়াট্রিস্টদের নিয়মতান্ত্রিক প্রথম শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিলো বাপসিল। একাডেমিক কার্যক্রম ছড়িয়ে দেওয়া, সাইকিয়াট্রিস্টদের মেলবন্ধন তৈরীতে, সাইকিয়াট্রিস্টদের অধিকার মর্যাদা এবং নিরাপত্তার প্রশ্নে বিএপিসিল ভূমিকা তুলে ধরেন সবাই।
সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের এমডি রেসিডেন্সির চিকিৎসকবৃন্দের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিলো রেনেটা ফার্মাসিটিকিউলস এবং মিডিয়া পার্টনার ছিলো মনের খবর ম্যাগাজিন ও টিভি।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে