বগুড়ায় মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0
97

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপনের অংশ হিসেবে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ” বিষয়ে গত রবিবার (২৭ অক্টোবর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির মনোরোগবিদ্যা বিভাগের রেজিষ্ট্রার ডা. শাহরিয়ার ফারুক এবং একই বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফুল হক। তারা তাদের বক্তব্যে আত্মহত্যার কারণ ও প্রতিকারের নানা দিক তুলে ধরেন।
সেমিনারে বগুড়া মেডিক্যালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মেডিক্যালের অধ্যক্ষ ডা. মোহাম্মাদ আলী খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. গোলাম রসুল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল এবং ডেপুটি ডিরেক্টর ডা. মুসা আল মনসুর।
সেমিনারে মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক শির্ক্ষাথীদের পাশাপাশি অন্যান্য বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
বৈজ্ঞানিক সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Previous articleসম্পর্ক ভেঙে যাওয়ার পর অবসাদ কাটাতে করণীয়
Next articleআমার সিজোফ্রেনিয়া রোগ হয়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here