আমার সিজোফ্রেনিয়া রোগ হয়েছিল

0
142
যেকোনো কাজেই অস্থিরতা

সমস্যা: আমার নাম আশরাফুল আলম। বয়স ৩০ বছর। আমার সিজোফ্রেনিয়া রোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি এখন এই রোগ থেকে সুস্থ। কিন্তু এখনো ওষুধ খেতে হচ্ছে। আমি মনোরোগ বিশেষজ্ঞ দেখাই। আমি ২ বছর যাবৎ ওষুধ খাচ্ছি। প্রথম দিকে যখন ওষুধ খেয়েছিলাম তখন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কিনা জানি না যৌনশক্তি একেবারে চলে গেছে। যৌনশক্তি ফিরে পাবার জন্য ডাক্তার ওষুধ দিয়েছিল। কিন্তু এই ওষুধ খেলে ঘুম হয় না। আপনাদের সাহায্য কামনা করছি।
পরামর্শ  দিয়েছেন অধ্যাপক ডা. মামুন হোসাইন : ধন্যবাদ। আপনি এখন সুস্থ আছেন জেনে খুশি হয়েছি। বাস্তবতা এই যে, আপনার অসুস্থতার কারণে, কিছু ঔষধ প্রায় সবসময় প্রয়োজন হবে। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছেন, বিষয়টি অমূলক নয়। সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন-এমন ঔষধ নির্বাচন করা যায় কিনা যেখানে ঐ ‘প্রতিক্রিয়া’ কম। প্রশ্নে আপনার বৈবাহিক জীবনের কথা উল্লেখ করেননি; এক্ষেত্রে উভয় সঙ্গীর বক্তব্য, অনুভূতি, যৌন ইচ্ছার রকমফের এবং ইতিহাস জানা জরুরি। যদি অবিবাহিত হন, তবে আপনার ভাষায় ‘…যৌনশক্তি একেবারে চলে গেছে’-এই বিষয়টিকে আরো বিশদভাবে দেখা দরকার। এটি নিছক উদ্বেগের প্রকাশ, নাকি পৃথক কোনো যৌনক্রিয়াজনিত মনো-দৈহিক সমস্যা, সে-সম্পর্কে আলোচনা হওয়া দরকার। এই মুর্হূতে সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসার পাশাপাশি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ, শাহাবাগ) এর মনোরোগবিদ্যা বিভাগে ‘যৌন সমস্যা বিষয়ক পৃথক ক্লিনিক’ এ যোগাযোগ করুন। নিশ্চয়ই সঠিক পরামর্শ পাবেন।

Previous articleবগুড়ায় মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
Next articleজুয়াখেলা-একটি মানসিক রোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here