পড়ালেখায় মনোযোগ কম, রেজাল্টও খারাপ

0
122

সমস্যাঃ আমার একমাত্র ছেলের বয়স ছয় বছর। অসম্ভব দুরন্ত। সারা দিন ছোটাছুটি করে। এক মূহুর্ত স্থির হয়ে বসে না। কোনো অনুষ্ঠানে গেলে সবসময় দৌড়াদৌড়ি করে। বাসার কাজের লোক বা স্কুলের বন্ধুদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। দুই বছর ধরে স্কুলে যায়, কিন্তু পড়ালেখায় মনোযোগ কম, রেজাল্টও খারাপ। স্কুলের শিক্ষক বলেন, ওকে মানসিক চিকিৎসক দেখাতে। কিন্তু ওর দাদা-দাদি রাজি হন না। তারা বলেন, এটা স্বাভাবিক। আসলে ওর সমস্যা কি মানসিক? বড় হয়ে গেলে ও কি ঠিক হয়ে যাবে? আমার কী করণীয়? তানিয়া আক্তার, রামপুরা, ঢাকা।

অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরেশেদ অধ্যাপকঃ প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। উত্তর দেয়ার আগে জানা প্রয়োজন বয়স অনুপাতে আপনার সন্তানের মানসিক ও শারীরিক বৃদ্ধি কী অবস্থায় আছে। যদি সবকিছু ঠিক থাকে এবং আপনি যদি আপনার সন্তানের স্কুলের খারাপ রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে দেখতে হবে সে নিয়মিত পড়াশুনা করে পড়ায় মনোযোগ ধরে রাখতে পারে কিনা? যদি আপনার সন্তানের আইকিউ লেভেল কম থাকে এবং হাইপার অ্যাকটিভ থাকে তাহলে অতি দ্রত তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। সঠিক চিকিৎসায় আপনার সন্তান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আশা করা যায়। এসব সমস্যায় যত দেরি হয় সাধারণত পরিস্থিতি তত জটিল আকার ধারণ করে। আশা করা যায় সঠিক চিকিৎসায় এবং পরিবারের সদস্যদের সক্রিয় সহযোগিতায় আপনার সন্তান স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরেশেদ অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

Previous articleক্রীড়ায় অতিচঞ্চলতা বিষয়ক কোন গবেষণা
Next articleবাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস (বিএপি)’র উদ্যোগে ‘আসক্তি ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here