পুরুষের আধিপত্যে কর্মক্ষেত্রে নারীর মানসিক চাপ

0
13

আর এই মানসিক চাপের কারণে স্বাস্থ্যের অবনতিও হতে পারে বলে জানা যায়।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি’র গবেষকরা জানান, পুরুষ শাষিত কর্মক্ষেত্রে কাজ করতে গেলে নারীদের মানসিক চাপের পরিমাণ বেড়ে যায়, যা পরে বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ায়।
সমাজবিজ্ঞান বিষয়ে ডক্টোরেটের শিক্ষার্থী বিয়াংকা মানাগো বলেন, “কর্মক্ষেত্রে নারীরা, ব্যক্তিগত এবং কাজ নিয়ে মানসিক চাপের সম্মুখীন হয়ে থাকেন।”
সামাজিক দিক থেকে এ ধরনের মানসিক চাপের কারণে শারীরিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।
সমাজবিজ্ঞান ও লিঙ্গ বিষয়ের সহকারী অধ্যাপক কেইট টেইলর এবং মানাগো জানান, মানসিক চাপের হরমোন কোর্টিসল, কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় মেয়ের মধ্যেই বেশি পাওয়া যায়। সারাদিনে শরীরে কোর্টিসেলের পরিমাণ ওঠানামা করে।
তবে কর্মক্ষেত্রে মেয়েদের মধ্যে পুরুষদের তুলনায় ৮৫ শতাংশ বেশি এই হরমোনের উপস্থিতি লক্ষ করা যায়।
মানাগো বলেন, “আমরা দেখেছি কর্টিসলের অতিমাত্রার কারণে পুরুষ শাসিত কর্মক্ষেত্রে যে মেয়েরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগেন।”
পুরুষ আধিক্যে কাজ করতে গেলে লিঙ্গ বৈষম্য, সামাজিক চাপ, যৌন হয়রানি, কাজের চাপ ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েদের। যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পরে বিভিন্ন শারীরিক সমস্যারও কারণ হয়ে দাঁড়ায়।
শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোশিয়েশন’য়ের ১১০ তম বাৎসরিক সভায় এই গবেষণা উপস্থাপন করা হয়

Previous articleপারিবারিক সমস্যা নিরাময়ের মহৌষধ: ফ্যামিলি থেরাপি
Next articleমানসিক স্বাস্থ্য যেখানে এখনও ট্যাবু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here