নিউরোসাইকিয়াট্রিক রোগীদের জন্য করোনা ভাইরাসের টিকা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) রাত সাড়ে নয়টায় জুম অ্যাপসের মাধ্যমে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইয়েন্স অ্যান্ড হসপিটাল এর ডিরেক্টর অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড রিচার্স এর ডিরেক্টর অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ওয়েবিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইয়েন্স অ্যান্ড হসপিটাল এর অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী।
সমসাময়িক বিষয় নিয়ে ওয়েবিনারে স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড রিচার্স এর সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান এবং ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর সহযোগী অধ্যাপক ডা. রিয়াজ মাহমুদ।
নিউরোসাইকিয়াট্রিক রোগীদের জন্য করোনা ভাইরাসের টিকা বিষয়ক ওয়েবিনারে প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি প্রোটেকশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী, সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইয়েন্স অ্যান্ড হসপিটাল এর জুনিয়র ডিরেক্টর অধ্যাপক ডা. মো. বদরুল আলম এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মুহিত কামাল।