নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের সরাসরি তত্ত্বাবধানে তাদের নিযুক্ত প্রশিক্ষক দিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপি মানসিক স্বাস্থ্য নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড আগস্ট মাসে। ওয়ার্কশপে মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং ব্যক্তি জীবনে মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তাগণ। আলোচনা শেষে অংশগ্রহনকারী বিভিন্ন পেশার ১২ জনকে নিউইয়র্ক স্বাস্থ্য কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস্ সোবহান জানান প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে আগত অবসরপ্রাপ্ত জজ মাইকেল থমাস মানসিক স্বাস্থ্য নিয়ে বলেন “ বর্তমান কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য ডমেস্টিক ভায়োলেন্সে পরিণত হয়েছে এবং ভালো ও সুস্থ থাকতে হলে সমাজের সকলেরই এ বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তিনি ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।