জবি’তে উদ্বোধন হলো কাউন্সিলিং সেন্টার

0
22

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সহায়তার লক্ষ্যে কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শহীদ রফিক ভবনে অবস্থিত মেডিকেল সেন্টারের পাশে নতুন কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তাছাড়াও জবি কাউন্সিলিং কমিটির আয়োজনে ও ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ স্লোগানকে সামনে রেখে একটি র‍্যালিও বের করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য এতে নেতৃত্ব দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কাউন্সিলিং কমিটির আহ্বায়ক ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজি, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম ।

কাউন্সিলিং সেন্টার উদ্বোধনের পর সেন্টারে মানসিক স্বাস্থ্য পরিমাপণ, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

Previous articleপ্রতি ৩ সেকেন্ডে একজন ডিমেনশিয়াতে আক্রান্ত হন
Next articleমানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তার কর্মক্ষেত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here