খুলনা মেডিকেল কলেজ ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উদ্‌যাপিত

0
14

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে মানসিক রোগ বিভাগ, খুলনা মেডিকেল কলেজ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা এবং পথসভা আয়োজিত হয়। আলোচনা সভায় কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়সহ অন্যান্য শিক্ষকগণ, ডাক্তারবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ, সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপনা করেন খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের এইচ এম ও ডা. আজম ইকবাল; স্বাগত বক্তব্য রাখেন মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম সাইফুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. এস এম ফরিদুজ্জামান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং অধ্যক্ষ মহোদয় মতবিনিময় করেন। পথসভায় রোগী, রোগীর অভিভাবক সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার শেষে উপস্থিত সকলকে বিশেষ খাবার প্রদান করা হয়।

বক্তারা মানসিক স্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করার বিষয়ে এবং মানসিক রোগীদের অধিকার নিয়ে যত্নশীল হওয়ার পরামর্শ দেন। মানসিক রোগ ও এর চিকিৎসাকে সার্বজনীন নয় বরং মৌলিক অধিকার হিসেবে দেখার জন্য বলেন।

 মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন

Previous articleশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’-এর বর্ণাঢ্য আয়োজন
Next articleএনআইএমএইচ-এ বিএপির ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here