এনআইএমএইচ-এ বিএপির ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

0
20

আজ ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’। এর ধারাবাহিকতায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগীতায় বিএপি’র উদ্যোগে আলোচনা সভা এবং র‍্যালি আয়োজিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক  অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএপির সভাপতি অধ্যাপক ব্রিগ জেন (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনআইএমএইচ-এর ভারপ্রাপ্ত পরিচালক, অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. নাইমুর রহমান। সভায় সম্মাননীয় আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, অধ্যাপক ডা. মো. এস আই মল্লিক, অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, অধ্যাপক ডা. মো. শাহ আলম, অধ্যাপক ডা. আবদুস সালাম, অধ্যাপক ডা. এম এ হামিদ, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, কথাসাহিত্যিক ও অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. শাহিদা চৌধুরী, অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল, অধ্যাপক ডা এ এইচ এম মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ব্রিগ জেন (অব) ডা. এম কামরুল হাসান, অধ্যাপক ডা. সুলতানা আলগিন, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. কর্নেল কাজী মোস্তফা কামাল ও অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন।

 সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সেবাকে সবার কাছে পৌঁছানোর বিষয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বলেন, “বাংলাদেশে প্রায় ৯২ শতাংশ মানুষ তাদের মানসিক স্বাস্থ্য সেবা পাচ্ছে না। কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার সবার আছে। আমরা চাই যেকোনো আর্থ-সামাজিক অবস্থার মানুষ তাদের মানসিক স্বাস্থ্য সেবা পাক। তারা সুস্থ থাকুক মনে প্রাণে”।

 মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন

Previous articleখুলনা মেডিকেল কলেজ ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উদ্‌যাপিত
Next article‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here