‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উদ্যাপন উপলক্ষ্যে কুমিল্লার মডেল মানসিক হাসপাতালে র্যালি, সেমিনার ও মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদ উল্লাহ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মনোরোগ বিভাগ), ডা. মো. ওমর ফারুক, ডা. মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. নাছির উদ্দীন খান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
সভায় বক্তব্য তে অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদ উল্লাহ স্যার বলেন, “মানসিক স্বাস্থ্য দিবসের মূল বার্তা সমাজের সকল শ্রেণির পেশার মানুষের মানসিক রোগ সম্পর্কে সচেতন করা । সকল মানুষ যেন শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক রোগ আক্রান্ত হলেও চিকিৎসা সেবা নিতে পারেন। মডেল মানসিক হাসপাতাল, চিকিৎসার পাশাপাশি কুসংস্কার রোধে ও জনসচেতনতা গত ৭ বছর ধরে কাজ করে আসছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাচ্ছি। ডা. মো. ওমর ফারুক বলেন, “সামাজিক কুসংস্কার থেকে আমাদের সমাজের মানুষকে বের করে আনতে হবে, সমাজের সবাইকে মানসিক রোগ এর চিকিৎসা সম্পর্কে সচেতন করতে হবে। সামাজিক কুসংস্কার রোধে সবাইকে একযোগে কাজ করে সরকারি ও বেসরকারি ভাবে সবার সম্মিলিত চেষ্টায়, মানসিক স্বাস্থ্য সেবায় এগিয়ে যাবে”। সভায় মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা বেলায়েত হোসেন ভূইয়াও বক্তব্য রাখেন।
মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন