আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী , কিন্তু তার প্রতি আমি কোনো আকর্ষণবোধ করি না
প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রতিদিনের চিঠি
চিঠি
আসসালামু আলাইকুম। আমি একজন ছেলে। আমি বিবাহিত। আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী। আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না। অনেকভাবে চেষ্টা করেও আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারি নি। কেমন যেন অস্বস্তি হয়। কাছাকাছি মুহুর্ত্বগুলোতে আমি আমার স্ত্রীকে দূরে সরিয়ে দেই। এ নিয়ে আমার স্ত্রী আমার প্রতি ভীষণ বিরক্ত। আমি তাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি কিন্তু তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারছি না। এ নিয়ে আমি ভীষণ ডিপ্রেশনে ভুগছি। এমতাবস্থায় আমার কী করা উচিত?
উত্তর
আপনাকে ধন্যবাদ বিষয়টি লুকিয়ে না রেখে এর সমাধান চাওয়ার চেষ্টা করার জন্য। আসলে আপনার এই সমস্যাটির বিষয়ে আরো বেশী করে জানা দরকার। আপনার এই সমস্যাটির শুরু কোথা থেকে হয়েছে। সাধারণভাবে মেয়েদের প্রতি কি আপনার আপকর্ষন কাজ করে নাকি অন্য কোনো বিষয় আছে! জানতে হবে আপনার বেড়ে ওঠা, মেয়েদের বা যৌন বিষয়ে আপনার চিন্তার গঠন কেমন। সেই সাথে আপনার স্ত্রীর সাথে আপনার সাধারণ সম্পর্ক কেমন, কীভাবে সেটা গড়ে উঠেছে। আপনার স্ত্রীই বা এসব বিষয়ে কেমন করে ভাবেন চিন্তা করেন।
এসবের সমস্যায় দাম্পত্য অনেক ধরনের সমস্যা হয়। যতদিন যাবে সমস্যা বাড়ার ঝুঁকি থাকে। আপনাকে অনুরোধ করবো দেরী না করে আপনি বরং দ্রুত মানোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চাইলে আমাদের সেন্টারেও (এমকেফোরসি) যোগাযোগ করতে পারেন। বিষণ্নতা বাড়াতে দেয়া উচিত না। তাতে করে সম্পর্কের আরোও অবনতি হতে পারে। নিজে সুখি থাকুন, পরিবার সুখি হোক সেটাই কামনা করি। সেই সাথ দ্রুত চিকিৎসা নিয়ে সুন্দর একটা সম্পর্ক তৈরী হোক সেই কামনা করি। ধন্যবাদ।
ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
মগবাজার রেইল গেইট।
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮