আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা

0
210
আত্মহত্যা প্রতিরোধ দিবস
আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা আয়োজন করেছে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন
আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” (বিটিএফ) এক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।

অংশ্রগ্রহণকারীদের মধ্যে শীর্ষ তিন স্থান অধিকারীকে যথাক্রমে ৫০, ৩০ ও ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। অনূর্ধ্ব ৩ মিনিটের এই ভিডিওর বক্তব্য হতে হবে আত্মহত্যা প্রতিরোধমূলক। এটা হতে পারে নাটিকা, অ্যানিমেশন বা, কার্টুন।

ভিডিও পাঠানোর শেষ সময়ঃ ৩০ আগস্ট ২০২০

**প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত।
**প্রথম ১০ জন বিজয়ীর ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে সনদপত্র পাঠিয়ে দেয়া হবে।
**১০ সেপ্টেম্বর অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরষ্কার প্রদান করা হবে।

নির্দেশাবলীঃ
১. ভিডিও অবশ্যই অনুর্ধ্ব ৩ মিনিট হতে হবে।
২. নাটিকা, এনিমেশন এবং কার্টুনের প্রাধান্য থাকবে।
৩. ভিডিও মূল বক্তব্যে অবশ্যই আত্মহত্যা প্রতিরোধ বিষয়টি ফুটিয়ে তুলতে হবে।
৪. একক কিংবা, দলীয় উভয়ভাবে ভিডিও তৈরী করা যাবে। দলীয় ভিডিওর ক্ষেত্রে সামাজিক দূরত্বের বিষয়টি লক্ষ রাখা প্রয়োজনীয়।
৫. কনটেস্টে সাবমিট করা ভিডিও ভবিষ্যৎ এ অন্য কোনো প্রতিযোগীতায় সাবমিট করা যাবে না।

পাঠানোর নিয়মঃ
১. আপনার তৈরী করা ভিডিওটি আপনার নিজের Google Drive এ আপলোড করতে হবে।
২. ফাইলটি Share link অপশন থেকে লিংক নিয়ে আমাদের ইমেইল এড্রেস btomorrow02@gmail.com এ লিংকটি সেন্ড করে দিতে হবে।
৩. ভিডিও লিংকের সাথে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে পাঠাতে হবে।
৪. ভিডিও এবং ইনফরমেশন পাঠানোর পর ১২ ঘন্টার মধ্যে আপনার মোবাইল এবং ইমেইল উভয় স্থানে কনফার্মেশন দেওয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেনঃ
+8801737698371
+8801752576328
+8801713191167

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছে বিটিএফ।

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

 

Previous articleহাসি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো
Next articleশিশুর ভয়-ভীতি এবং পিতামাতা হিসেবে আমাদের করণীয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here