আজ ১৫ নভেম্বর রাত সাড়ে আটটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)’র উদ্যোগে একটি আন্তর্জাতিক লাইভ ওয়েবিনার হতে যাচ্ছে। মনের খবর (অনলাইন) টিভিতে, লিংক https://www.facebook.com/monerkhabortv ওয়েবিনারটি সম্প্রচার করা হবে।
মনের খবর টিভির ইউটিউব চ্যানেলেও www.youtube.com/channel/UCXd-n7yDt4q_DB6YzLQZF7A ওয়েবিনারটি প্রচার করা হবে।
ওয়েবিনারটির ইংরেজি শিরোনাম ‘চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ ইন আ চেঞ্জিং ওয়াল্ড’। বাংলায় ‘পরিবর্তনশীল বিশ্বে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য’।
ওয়েবিনারটির আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডলেসেন্ট মেন্টাল হেলথ (বিএসিএএমএইচ)। এই আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের মনোরোগ বিজ্ঞানী ও চিকিৎসক এবং ছাত্র, ছাত্রীরা শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।
লাইভ ওয়েবিনারের কনফারেন্স ও ওয়ার্কশপে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও বিএসিএএইমএইচের প্রেসিডেন্ট প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ। স্পিকার হবেন ন্যাশনাল ইনিস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, ইন্ডিয়ার চাইল্ড অ্যান্ড অ্যাডোলনেন্ট সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. শেখর শেশাদ্রি ও কানাডার অন্টারিওর ব্রাম্পটন সিভিক হসপিটালের চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মুরাদ বখত। বাংলাদেশের মনোরোগ ও মানসিক স্বাস্থ্যখাতের প্রধান ব্যক্তিত্বরা প্যানেল অব এক্সপাট থাকবেন।
বিশ্বের যেকোনো দেশের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক, হাসপাতালের চিকিৎসক, ছাত্র, ছাত্রী এবং নাসরাসহ যে কেউ এই ওয়েবিনারে জুম আইডি -৮৫৯৭৬২৩০৭২১ ও পাস কোড-hexinor’র মাধ্যমে যোগদান করতে পারবেন।
আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার বিকন ফামাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রচারিত হবে হেক্সিনর এমিপ্রাইডের সৌজন্যে।
১৪ নভেম্বর, ২০২১; ওমর শাহেদ।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে