দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২২ সালের জানুয়ারি সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আনন্দের খবর এবারের বিশেষ সংখ্যায় স্পন্সর ছিলো বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)। বিশেষ সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- অতি চঞ্চলতা । এবারের ম্যাগাজিনে অতি চঞ্চলতা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর”জানুয়ারি সংখ্যায়–
“শিশুদের রোগ অতি চঞ্চলতা”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।
“গল্প উপন্যাসে চঞ্চলতা”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সাক্ষাৎকার।
বিশেষ আয়োজন বিভাগে রয়েছে “সেই সুবর্ণ সময়” শিরোনামে ব্যাকামের শুরুর কথা নিয়ে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) ডা. মোহাম্মদ এস আই মুল্লিক এর লেখা।
“অতি চঞ্চলতা ও অমনোযোগিতা রোগ কোমরবিডিটি যেখানে প্রায় অবধারিত”– শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহানা পারভীন।
“অতি চঞ্চলতা রোগের আধুনিক চিকিৎসা” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. মাহাবুবা রহমান।
“শিশুদের এডিএইচডি শিক্ষক ও পরিবারের ভূমিকা” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিনা ফাতেমা বিনতে শহীদ।
মাদকাসক্তি বিভাগে “আচরণগত সমস্যার সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক” শিরোনামে লিখেছেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম কামরুল হাসান।
মনস্তত্ত্ব বিভাগে ‘’অতি চঞ্চল চরিত্রের মনস্তত্ব’’ নিয়ে লিখেছেন ডা. সৌবর্ণ রায় বাঁধন।
“কোথায় কি ধরনের সাহায্য, সহযোগিতা, চিকিৎসা ও পরামর্শ পাওয়া যাবে?” শিরোনামে সমসাময়িক বিভাগে লিখেছেন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা.গোলাম রব্বানী।
পেশা ও মন বিভাগে “এডাল্ট এডিএইচডিঃ অফিস কিংবা প্রতিষ্ঠানে অতি চঞ্চলতা কিভাবে প্রভাব ফেলে” শিরোনামে লিখেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস এর সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী।
“যৌনস্বাস্থ্যে বাঁ দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব”-শিরোনামে যৌনস্বাস্থ্য-সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান।
“ক্রীড়ায় অতি চঞ্চলতা”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক আলম।
“অতি চঞ্চল বাচ্চারা শিক্ষাজীবনে, সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
এছাড়াও মনের খবর জানুয়ারি সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “এডিএইচডি শিশুদের খাবার নির্বাচনে অভিভাবকের করণীয়” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে