হঠাৎ তিনি মা এবং আমাকে সন্দেহ করতে শুরু করেছেন

সমস্যাঃ বর্তমানে তাঁর সমস্যা হলো হঠাৎ করে তিনি আমার মা সহ আমাকে বিভিন্ন বিষয়ে সন্দেহ করতে শুরু করেছেন। অথচ কিছু দিন আগেও এরকম ছিল না। আমাদের সম্পর্ক অনেক ভালো এবং আমরা সব বিষয়ে শেয়ার করি। অনেক বোঝানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। এমনকি তিনি এখন আমাদের সাথে থাকতেও পছন্দ করছেন না। প্রচুর পরিমাণে অর্থের অপচয়ও করছেন। বেশিরভাগ সময় একটি রুমের মধ্যে দরজা বন্ধ করে থাকেন। রাত- বিরেতে বাইরে চলে যান। বুঝতে পারছি না এটা কোনো মানসিক সমস্যা কিনা। বিষয়টি কী এবং আমরা কী করতে পারি পরামর্শ দিলে উপকৃত হতাম। -(নাম প্রকাশে অনিচ্ছুক)
পরামর্শ: প্রশ্নের জন্য ধন্যবাদ। সন্দেহ এক ধরনের মানসিক রোগ। কিন্তু তার পরিমাণ কতটা সেটা গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে, তিনি কাউকে বিশ্বাস করেন না, সবাইকে তাঁর শত্রু মনে করেন, সবাই তাঁর ক্ষতি করবে এমন ভাবে, পারিবারিক অশান্তি হচ্ছে, বাসার বাইরে চলে যাচ্ছে, চাকুরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে এটা মানসিক রোগের পর্যায়ে পড়ে। এটাকে আমাদের ভাষায় আমরা Delusional Disorder বলি। স্ত্রীকে সন্দেহ করা মানে চারিত্রিক বিষয়ে করে কিনা সেটা বোঝা গেল না। চারিত্রিক বিষয়ে করে থাকলে সেটাকে Pathological gelousy  বলে। আবার সিজোফ্রেনিয়াও হতে পারে। সিজোফ্রেনিয়ায় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তার মধ্যে সন্দেহ হলো একটি লক্ষণ। এছাড়া আরো অনেক লক্ষণ আছে। যেমন : একা একা কথা বলে, হাসে, ঘরের মধ্যে থাকে, এমন মনে করে যে আমার কোনো ক্ষমতানেই, অন্যরা কন্ট্রোল করে, সেই সঙ্গে পার্সোনাল কেয়ার কমে যায়। ঐ লক্ষণগুলো আপনার বাবার মধ্যে আছে কিনা জানা দরকার ছিল? আমার মনে হয় আপনার বাবা মানসিক রোগে ভুগছেন এবং সঠিক ডায়াগনসিসের প্রয়োজন। সুতরাং সঠিক ডায়াগনসিসের জন্য অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তিনি আপনার বাবার ডায়াগনসিস করে সে অনুযায়ী চিকিৎসা দেবেন।
***মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।
**দ্রষ্টব্য: সকল প্রশ্নের উত্তর কেবল প্রাথমিক পরামর্শ হিসেবে দেওয়া হয়।  চিকিৎসকের সাথে সাক্ষাতে চূড়ান্ত পরার্মশ  নিন।

Previous articleসুখে থাকার গোপন রহস্য
Next articleমনের ওপর রঙের প্রভাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here