
গত ১ মার্চ ২০১৮ ইং সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যাগে ‘যৌন সমস্যার সাইকোলজিক্যাল চিকিৎসা’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্টিত হয়। অত্র মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিধান দেবনাথ এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ অধ্যাপক ডা. ওসুল আহমদ এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ বি রেসিডেন্ট ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ। উক্ত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের পরিচালক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ আহবাব। বিজ্ঞ আলোচক ও অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজাউল করিম, অধ্যক্ষ-সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. দীপেন্দ্র নারায়ন দাস ,সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল এবং সহকারী অধ্যাপক ডা. কাওসার আহমদ। মূল প্রবন্ধ পাঠ শেষ হওয়ার পর বিজ্ঞ আলোচক ও অথিতিবৃন্দ যৌন সমস্যার সাইকোলজিক্যাল চিকিৎসার গুরুত্ব আরোপ করে বলেন সচেতনতার অভাবে সাধারণ জনগণ অবৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন বিভাগের সমন্বিত চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব। উক্ত বৈজ্ঞানিক সেমিনারে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক এবং সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্টগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।