সিলেটে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ২০১৭ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার

সিলেটে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ২০১৭ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০১৭ উপলক্ষে ১০ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগ ও সোসাইটি অব সুইসাইড প্রিভেনশন বাংলাদেশের উদ্যোগ এক বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েলের সভাপতিত্বে এবং ডা. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন অত্র হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু নঈম মোহাম্মাদ, আবাসিক সার্জন ডা. এ এস এম আসাদুজ্জামান জুয়েল ও ডা. অরুণ কুমার বৈষ্ণব এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুস্মিতা রায়। এছাড়াও অন্যান্য শিক্ষক, রেসিডেন্ট এবং বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
“একটি মিনিট সময় নিন,একটি জীবন বদলে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন এমডি ফেইজ বি রেসিডেন্ট ডা. আব্দুল মতিন এবং সাইকোলজিষ্ট ফজিলাতুন্নেছা। মূল প্রবন্ধে বক্তারা উল্লেখ করেন সারা বিশ্বে গড়ে আট লক্ষেরও বেশী মানুষ আত্মহত্যা করে এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধ করা
প্রয়োজন।প্রবন্ধ পাঠ শেষে অতিথিবৃন্দ মূল প্রবন্ধের উপর আলোচনা করেন। এছাড়াও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট হাসপাতাল এবং সোসাইটি অব সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ এর উদ্যোগে পৃথকভাবে বিশ্ব আত্মহত্যা দিবস পালিত হয়।

প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন– মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here