বিএসএমএমইউতে কুইজ প্রতিযোগিতা

বিএসএমএমইউতে কুইজ প্রতিযোগিতা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) এ প্রতিযোগিতার আয়োজন করে বিএসএমএমইউ এর মনোরোগ বিদ্যা বিভাগ।
মলূত শুধুমাত্র বিএসএমএমইউ এর রেসিডেন্স ও ট্রেইনি ডাক্তারদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এতে অংশগ্রহণ করেন রেসিডেন্স ও ট্রেইনিসহ সর্বমোট ২৯২ জন ডাক্তার। এদের মধ্য থেকে কুইজে সঠিক উত্তর দেন ১৮৯ জন, ভুল উত্তর দেন ৯২ জন এবং ১০ জনের উত্তরপত্র বাতিল করা হয়।
এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ডা. মোছাম্মত হাসনা হেনা নার্গিস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ডা. আহসানুল হক ও ডা. ফয়সাল আহমেদ। এই প্রতিযোগিতার বিজয়ীরা পাচ্ছেন যথাক্রমে একটি ল্যাপটপ, একটি ট্যাব ও একটি স্মার্টফোন।
প্রতিযোগিদের হাতে আজ বুধবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here