সমস্যা: আমি একজন চাকুরিজীবী মা। আমার মেয়ের বয়স ৬ বছর। ও ভীষণ জেদি। তবে তারচেয়ে বড়ো সমস্যা হলো ও আমার কোনো কথা শুনতে চায় না। কিন্তু অন্যদের কথা শোনে। যেমন ধরুন, যদি আমি কোনো পোশাককে ভালো বলি কিন্তু বাইরের লোক খারাপ বলে তাহলে সে বাইরের লোকের কথায় ওই পোশাক আর কোনোদিনই পরবে না।
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ: আপনি যে আপনার বাচ্চাকে অবর্জাভ করছেন এজন্য আপনাকে ধন্যবাদ। তার সমস্যা আপনার চোখে ধরা পড়েছে এজন্যও আপনাকে ধন্যবাদ। আপনার চাকরির সময় কতটুকু সেটি জানলে ভালো হতো। তবে বোঝা যাচ্ছে, আপনার সঙ্গে আপনার বাচ্চার খুব সখ্যতা গড়ে ওঠেনি। সুতরাং আপনার এখন উচিত হবে বাচ্চার সাথে সখ্যতা বাড়ানো। তাই আপনি যখনই সময় পাবেন তখনই সেই সময়টুকু বাচ্চার প্রতি গুরুত্ব দিয়ে তার সঙ্গে কোয়ালিটিফুল সময় কাটাতে হবে। যতটুক সময় পাশে থাকেন ততটুকু সময় বাচ্চার কথা জানার এবং বোঝার চেষ্টা করুন। আপনি যে বাচ্চার ভালো ভেবে ভালো বলেন, মন্দ ভেবে মন্দ বলেন না সেটি তাকে বোঝাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাচ্চার সাথে আপনার সখ্যতা বাড়ানো। একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে