গত ৪ঠা সেপ্টেম্বর সোমবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগ কর্তৃক একটি সায়েন্টিফিক সেমিনার আয়োজিত হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল “এন্ট্রি টিকিট ফর সাইকিয়াট্রিক ওপিডি : রিস্ক অব মিসগাইডেন্স”। হাসপাতালের বহির্বিভাগে টিকিট ও বিভাগ নির্বাচনে রোগীদের ভ্রান্তি, অব্যবস্থাপনা ও নানা রকম অসংগতি নিয়ে আলোচনা করা হয় সেমিনারে। হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারগুলো চলছে হাসপাতাল শাখা ব্যাংক কর্মচারীদের মাধ্যমে। রোগীরা আসছে, টাকা দিয়ে টিকেট নিচ্ছে তবে রোগীকে পরামর্শ পেতে কোন বিভাগে পাঠাতে হবে সে বিষয়ে বিশদ ধারণা নেই এই ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের। ফলে রোগীরা প্রায় নানারকম ভ্রান্ত ধারণার মধ্যে পরে সঠিক চিকিৎসার কাছে পৌঁছাতে পারছে না। অনেক সময়ই মানসিক সমস্যায় ভোগা রোগীরা অন্য বিভাগে চলে যাচ্ছে সঠিক তথ্য না পেয়ে। ডাক্তাররা বলছে, মানসিক রোগীদের এবং তাদের আশেপাশের মানুষদের মধ্যে এখনও মানসিক রোগ নিয়ে ইতিবাচক ধারণা নেই। তাই তারা অনেক সময় রোগের কথা সংকোচবোধের কারণে বলতে পারছে না।
বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ এই সমস্যাটি প্রথম চিহ্নিত করছেন এবং সমস্যা সমাধানের জন্য কয়েকটি প্রস্তাবনা পেশ করছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সেমিনারে মানসিক স্বাস্থ্যসেবা, লক্ষণ এবং সম্বলিত পোস্টার, ব্যানার ইত্যাদি স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে। এবং পরবর্তীতে টিকিট প্রদানকারী কর্মরতদের সাথে মনোরোগবিদ্যা বিভাগের সভা, আলোচনা, ট্রেনিং এবং আউটডোরে ফেইজ-এ, ফেইজ-বি রেসিডেন্টদের দিয়ে পেশেন্ট সর্টিং কর্নার করার কথাও ভাবছেন তাঁরা।
হাসপাতাল শাখা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বললে তাদের প্রতিনিধি বলেন, “এই সমস্যার সমাধান হলে আমরাও উপকৃত হব। কারণ এইসব বিষয় নিয়ে আমাদের মাঝে মাঝেই নানা রকম অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়”।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, “রোগীদের সুবিধার্থে আউটডোরে মনোরোগ বিভাগসহ সকল বিভাগের টিকিট বণ্টন আধুনিকায়ন করা হবে”। তিনি আরো বলেন,”মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ-এ এবং ফেইজ-বি রেসিডেন্টদের এ ধরনের রোগী শনাক্ত করার জন্য প্রতিটি ওয়ার্ডে যেতে হবে। এছাড়া যেসব রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় কিছু পাওয়া যায় না, তাদের মনোরোগবিদ্যা বিভাগে রেফার্ড দিতে হবে। মনোরোগবিদ্যা বিভাগের এই কার্যক্রমকে বিশেষ সাধুবাদও জানিয়েছেন তিনি”

বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা.নাহিদ আফসানা জামান।
মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী, বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা.সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব,অধ্যাপক ডা.সুলতানা আলগিন, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিলো ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
MK4C-এর সেবা নিতে এখানে ক্লিক করুন
মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন