দুর্নীতিগ্রস্ত সমাজ মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি

0
19

ম‌নের খবর টি‌ভির নিয়‌মিত আ‌য়োজন ‘রোগ শোক মনের খবর’র এবারের বিষয়- ‘দূর্নীতি ও মানসিক স্বাস্থ্য’। ১১ ডিসেম্বর শনিবার, রাত ১১ টায় মনের খবর টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই বিষয়ে কথা বলতে উপস্থিত থাকবেন কুমিল্লা মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। সঞ্চালনায় থাকবেন ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী।

আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, অবনতি কিংবা ভারসাম্য শুধু শারীরিক সুস্থতার ওপর নির্ভরশীল নয়। বরং আমরা সামাজিক স্বাস্থ্য, পরিবেশগত স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য ইত্যাদির ওপরও মানসিক স্বাস্থ্য গভীরভাবে নির্ভরশীল।

তাই আমাদের সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এর প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও পড়বে।

দেশ জুড়ে বিশেষজ্ঞদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোন বিষয়ে পরামর্শ পেতে আপনিও যুক্ত হতে পারেন। চোখ রাখতে হবে মনের খবর টিভির ফেসবুক https://www.facebook.com/monerkhabortv/live/ ও ইউটিউবের https://www.youtube.com/channel/UCXd-n7yDt4q_DB6YzLQZF7A মাধ্যমে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মনের খবর টিভি।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleবিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে নাটক
Next articleক্রিস্টোফার কলম্বাস: এডমিরাল অব দ্য ওশেন সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here