আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩২ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী স্যার। পাশাপাশি উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মো. তারেক আজাদ, মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ডা. শফিউল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।
শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত। দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরণের শারীরিক রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আবার শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও বিষণ্নতা, উদ্বেগজনিত মানসিক রোগসহ বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রকোপ দেখা যায়। সে জন্য মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগ যেমন মেডিসিন, গাইনি, নিউরোলজী, হৃদরোগ, হরমোন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাঁরা মনের যত্ন নেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে বলেন। আয়োজনের শুরুতে শোভাযাত্রা, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং শেষে কেক কাটা হয়।