চট্টগ্রামে মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

0
58
চট্টগ্রামে মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামে মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে দেশের সাতটি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট কাউন্সেলিং বিষয়ক সেমিনার ‘স্পিক ইউর মাইন্ড’। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে সেমিনারে সাতটি মেডিকেল কলেজের ৭৫ জন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুজত পাল। অনুষ্ঠানের বিষয়ভিত্তিক দুইটি সেশনের বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. পঞ্চানন আচার্য্য এবং অরোধ্য কাউন্সেলিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আওসাফ করিম। সেশনে শিক্ষার্থীদের মধ্যে টিমওয়ার্ক করে কাউন্সেলিং বিষয়ক বাস্তব ও প্রায়োগিক চর্চার দিকটি উল্লেখ এবং অনলাইন লাইভ কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। তাছাড়া বিষয়ভিত্তিক সেশনের পর উন্মক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আইএফএমএসএ’র প্রেসিডেন্ট ডা. সামিরা শফিক চৌধুরী, সেক্রেটারি জেনারেল মো. আজমাঈন ইকতিদার, স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এর অ্যাসিসট্যান্ট ন্যাশনাল অফিসার মোস্তফা আরাফাত ইসলাম, ডিরেক্টর অফ ট্রেইনিং সাপোর্ট ডিভিশন নিবরাজ ওয়াদুদ খান, অ্যাসিসট্যান্ট ন্যাশনাল অফিসার অফ মেডিকেল এডুকেশন রায়হান কবির, ন্যাশনাল অফিসার অফ পাবলিক হেলথ সাকিবা মুসাররাত প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. সুজত পাল বলেন, ‘বর্তমান যুগে মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশে আইএফএমএসএ বাংলাদেশের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা তাদের ভবিষ্যতে বিভিন্ন জটিল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে।’
অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল অফিসার মোস্তফা আরাফাত ইসলাম বলেন, ‘গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ডিপ্রেশন ম্যানেজমেন্ট ওয়ার্কশপে অসাধারণ সাড়া পাওয়ার ফলে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপটি আয়োজন করা হয়। ভবিষ্যতেও মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার বিকাশে আইএফএমএসএ বাংলাদেশ কাজ করতে সচেষ্ট থাকবে।’

Previous articleএশিয়ান মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রি অ্যাওর্য়াড আবেদনের সময় বাড়লো
Next articleসন্তান একা থাকে র্দীঘসময়? একঘেয়েমি কাটাতে শেখাতে পারেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here