আজ ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। “একটি মিনিট সময় নিন, একটি জীবন বদলে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সারা বিশ্ব প্রতি বছর গড়ে আট লক্ষেরও অধিক মানুষ আত্মহত্যা করে এবং এর পঁচিশ গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করে থাকে।
প্রতিটি মানুষই সমাজের একটি অংশ এবং অন্যান্য মানুষদের সাথে কোন না কোনভাবে যুক্ত। যার ফলে একটি আত্মহত্যা প্রভাবিত করে সমাজকে এবং পরিবার পরিজনকে।
মনের খবর আত্মহত্যা বিষয়টিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে। যার ফলে মনের খবর আত্মহত্যা প্রতিরোধে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের লেখা, সাক্ষাৎকার ও আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করে থাকে।
আত্মহত্যা বিষয়ক লেখা এবং সাক্ষাৎকার পড়তে মনের খবরের সার্চ বক্সে ‘আত্মহত্যা’ লিখে ক্লিক করুন। আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা। আমাদের সামান্য সচেতনতাই রুখতে পারে একটি অনাকাঙ্ক্ষিত জীবনহানি।
Previous Article কানাডায় মানসিক স্বাস্থের প্রাথমিক চিকিৎসা বিষয়ক কোর্স
Next Article বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ২০১৭ পালিত