১০ই মে বিএপি সিলেট শাখার চতুর্থ বাৎসরিক সাধারণ সভা

আগামী ১০ই মে (বুধবার)  বাংলাদেশ এসোসিয়েশন অব  সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার চতুর্থ বাৎসরিক সাধারণ সভা সিলেট শহরের উপকণ্ঠে শাহপরাণ সংলগ্ন নাজিমগড় রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে
উক্ত উদযাপন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বহির্বিভাগে আজ এক প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয় অধ্যাপক ডা. গোপাল শংকর দে স্যারের সভাপতিত্বে সভায় বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানসূচী, দায়িত্ব পালন, নতুন কমিটির রূপরেখা, খাবারের  মেন্যুগেট টুগেদার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ বিবিধ বিযয়ে আলোচনা হয়
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রেজাউল করিম, বিএপি সিলেট শখার সাধারণ সম্পাদক ডা. আরকেএস রয়েল, ডা. শামসুর রহমান,  ডা. কাওসার আহমেদ, ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, ডা. সুস্মিতা রায়, ডা. রিদুয়ানুল করিম, ডা. সিদ্ধার্থ পাল, ডা. দিপেন্দ্র নারায়ণ দাস সহ রেসিডেন্টবৃন্দ
উক্ত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুহিত কামালমনের খবর. কম-এর সম্পাদক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব সহ কেন্দ্রীয় আরও অনেকে উপস্থিত থাকবেন
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleমানসিক স্বাস্থ্যের তহবিল সংগ্রহে পর্বতারোহন
Next articleআপনি Somatic Symptom Disorder নামক এক ধরনের অসুখে ভুগছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here