সিলেটে ঘুম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনরোগদ্যিা বিভাগে ঘুমের বিভিন্ন সমস্যা নিয়ে বৈজ্ঞানিক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
“Sleep Disorder & Clonazepam” নামক শিরোনামের বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনরোগদ্যিা বিভাগের ফেইজ-এ রেসিডেন্ট ডাঃ তাসলিমা রহমান। তিনি তার প্রবন্ধে ঘুম না হওয়ার বিভিন্ন কারণ, ক্ষতিকর তদক ও প্রতিকার বিষয়ে আলোকপাত করেন।
মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ আর কে এস রয়েলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরোলজী বিভাগের প্রধান ডাঃ বিপ্লব কুমার রায়।
সেমিনারে প্রত্যেক বক্তা’ই ঘুমের বিভিন্ন সমস্যা,তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক মণ্ডলী, রেসিডেন্টসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।