সিজোফ্রোনিয়া ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ এসোশিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) আর গাইডলাইন উন্মোচন অনুষ্ঠানের দিন ও সময় নির্ধারিত হয়েছে।
আগামী ২৪ এপ্রিল বিকেল তিনটায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল রুপোশি বাংলা গ্র্যান্ড বলরুমে তা অনুষ্ঠিত হবে। উন্মোচন অনুষ্ঠান শেষে একই স্থানে বিএপির সদস্যদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএপির সাধারণ সম্পাদক ডা. তারিক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি বিএপি সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
গাইডলাইন উন্মোচন অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এসোশিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. ওয়াজিয়ুল আলম চৌধুরী।
গাইডলাইন উম্মোচন অনুষ্ঠানে কি-নোট পেজেন্টেশেন উপস্থাপন করবেন ডা. হেলাল উদ্দীন আহমেদ। প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. মোহাম্মদ এস আই মুল্লিক ও অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী। এছাড়া অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত হবেন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে