সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা এর মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে ‘SCHIZOPHRENIA MANAGEMENT: RECENT UPDATE’ র্শীষক সিএমই (Continuing medical education) অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি (বৃহ:বার) অনুষ্ঠিত সিএমই-তে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সিএমএইচ এর মনোরোগবিদ্যা বিভাগের মনোরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. জেসমিন আখতার।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও সিএমএইচ ঢাকা এর উপদেষ্টা ও অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিএমই-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর সিএমই-তে উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
ঢাকা সিএমএইচ এর প্রাক্তন এবং বর্তমান মনোরোগ বিশেষজ্ঞগণ সপরিবারে অংশগ্রহণ করায় সিএমই-তে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং প্রাক্তন ও বর্তমান মনোরোগ বিশষজ্ঞগণের মিলনমেলায় পরিণত হয়। জৈষ্ঠ্য মনোরোগ বিশেষজ্ঞণ তাঁদের বণার্ঢ্য কর্মজীবনের স্মৃতিচারণাও করেন।
সিএমই-তে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।