মনের খবর টিভির নিয়মিত আয়োজন যৌন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হংসমিথুন’র এবারের বিষয়- ‘সম্পর্ক ও ব্যক্তি স্বাধীনতা’। ২৫ নভেম্বর বৃহস্পতিবার, রাত ১০ টায় মনের খবর টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই বিষয়ে কথা বলতে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন তন্বিতা ঘোষ।
প্রতিটি সম্পর্কের মাঝেই সঙ্গীর প্রতি আস্থা ও বিশ্বাস থাকা জরুরী। প্রত্যেকের মতামতের প্রতি উভয়কেই শ্রদ্ধাশীল হতে হবে। ব্যক্তিস্বাধীনতা থাকতে হবে। সম্পর্কে ব্যক্তিস্বাধীনতার প্রভাব অনেক বেশী।
কিন্তু ইদানীং এসব কিছু কারণেই সম্পর্কের ছেদ ঘটে। তাই এ ব্যাপারে জানা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
যৌন স্বাস্থ্য বিষয়ে যে কোন পরামর্শ পেতে আপনিও যুক্ত হতে পারেন। চোখ রাখতে হবে মনের খবর টিভির ফেসবুক https://www.facebook.com/monerkhabortv/live/ ও ইউটিউবের https://www.youtube.com/channel/UCXd-n7yDt4q_DB6YzLQZF7A মাধ্যমে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে