বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তি শিল্পী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ‘মনের খবর’ এর উপদেষ্টা শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৮ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে।
‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শীর্ষক এটি তাঁর নবম একক আবৃত্তির আসর। বিগত আটটি আসরের মত এবারও তিনি ৭১টি কবিতা আবৃত্তি করবেন।
অনু্ষ্ঠানটি আয়োজন করেছে আবৃত্তি সংগঠন বৈকুন্ঠ একাডেমি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আসরটি আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিল্পী শিমুল মুস্তাফার এই আসর ইতোমধ্যে দেশের আবৃত্তি প্রেমিকদের এক প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীর কর্মজীবন উপস্থাপন করা হবে। পরে শিমুল মুস্তাফিা বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির শিল্পীদের নিয়ে মঞ্চে আসবেন। তারা জাতীয় সংগীত পরিবেশন করবেন। এরপর শুরু হবে একক আবৃত্তি। পঁচিশটি কবিতা আবৃত্তির পর ১৯৭১ টি মোম প্রজ্জ্বলন করা হবে। শিল্পীর সাথে মোম প্রজ্জ্বলনে অংশ নেবে বুদ্ধি প্রতিবন্ধি শিশুরা। এ সময় ‘ সব কটা জানালা খুলে দাও না ’ গানটি পরিবেশিত হবে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রোতারাও এতে অংশ নেবেন। শেষে শিল্পী অবশিষ্ট পঞ্চাশটি কবিতা আবৃত্তি করবেন।
মনের খবরের সাথে এই অনুষ্ঠানের মিল কোথায় ???