সমস্যাঃ আমার স্ত্রীর বয়স ২৯ বছর। সে যেকোনো কিছু খাবার আগে গন্ধ শোকে। নাকে অপছন্দের গন্ধ পেলে সে খাবার খায় না। এমনি করে প্রায়ই সে না খেয়ে থাকে, যার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। সে যে গন্ধ বা স্বাদের কথা বলে বেশিরভাগক্ষেত্রে পরীক্ষা করে আমরা সেটা পাই না। অনেকবার বলেও তাকে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয়নি। এটা কি তার মানসিক কোন রোগ? এখন কী করা যেতে পারে, একট পরামর্শ দিন। -আজিজুল ইসলাম (সাভার)।
অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায় : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি আপনার স্ত্রীর সমস্যার কথা বলেছেন এবং এটা মানসিক রোগ কিনা জানতে চেয়েছেন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিতে গেলে এসব তথ্যের বাইরেও আরো কিছু তথ্যের প্রয়োজন। যেমন : কখনো খিঁচুনি হয়েছে কিনা, কাউকে অমূলক সন্দেহ করে কিনা, খাবারে বিষ বা কোনোকিছু মিশিয়ে দিয়েছে এমন মনে করে কিনা, একা একা কথা বলে কিনা ইত্যাদি। তবে মানসিক রোগ হোক আর না হোক এটি একটি মারাত্মক সমস্যা তো বটেই। কেননা এতে করে আপনার স্ত্রীর মারাত্মক শারীরিক সমস্যা হচ্ছে। সুতরাং যেকোনোভাবেই হোক আপনার স্ত্রীকে মোটিভেট করে আপনার পছন্দমতো অথবা নিকটস্থ কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায়
অধ্যাপক ও বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর।
সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে