বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগ।
আজ ১০ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারুফুদ্দিন আহম্মেদ।
এসময়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান, মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. মহসীন আলী শাহ, অধ্যাপক ডা. সুলতানা আলগীন, সহযোগী অধ্যাপক ডা. সামসুল আহসান মাকসুদ, সহকারী অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. ফাতেমা মারিয়া খান, সেলিনা ফাতেমা বিনতে শহীদ সহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।