১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মাদ।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক সহকরাী পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মালিহা হাকিম, অধ্যাপক ডা. শরিফ উদ্দিন খান, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, নিউরোসাইকোলজি বিভাগের অধ্যাপক ডা. রাজীব নয়ন চৌধুরী এবং নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কুমার সরকার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. এম এম জালাল উদ্দিন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আমির হোসেন এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে আলোচনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর জোর দাবি জানান।
সভায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের বিপুল সংখ্যক চিকিৎসক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে