মনের খবর ম্যাগাজিনের এবারের বিষয় ছিলো ‘অতি চঞ্চলতা’। বিশেষ এই সংখ্যাটি প্রকাশে সহায়তা করেছে বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা মনের খবরের ম্যাগাজিন ‘অতি চঞ্চলতা’য় রয়েছে বিভিন্ন খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞের লেখা। যা পাঠকদের কাছে পৌছে দিবে অতি চঞ্চলতা নিয়ে নানা জানা-অজানা তথ্য।
এবারে সংখ্যায় অতি চঞ্চলতা নিয়ে লিখার পাশাপাশী রয়েছে বিশেষ আয়োজন ‘ব্যাকামের গোড়ার কথা’। যা লিখেছেন অধ্যাপক (অব.) ডা. মোহাম্মদ এস আই মল্লিক। রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের বিশেষ সাক্ষাৎকার।
তাছাড়াও মনোসামাজিক বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ পরামর্শে রয়েছে পাঠকদের প্রেরিত সমস্যার সমাধান।
ব্যাকামের সভাপতি অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদের কাছে ম্যাগাজিনের বিশেষ সংখ্যাটি হস্তান্তর করা হয়েছে। ম্যাগাজিন হস্তান্তরের সময় ব্যাকামের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কথা হয় ব্যাকামে’র প্রেসিডেন্ট ইলেক্ট সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলালের সাথে। তিনি মনের খবরকে জানান- ‘ম্যাগাজিনের প্রচ্ছদ খুবই সুন্দর। ভিতরের লিখাগুলোও অত্যন্ত বিজ্ঞানসম্মত। এরকম প্রয়াস ভবিষ্যতেও হতে পারে বলে আশা করেন তিনি’।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে