দেশের সর্ববৃহৎ মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতালে অটিজম বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতাল এর সেমিনার কক্ষে Autism and Recent Update শিরোনামের বৈজ্ঞানিক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা মানসিক হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মাসুদ রানা সরকার। অটিজম বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব।
তাদের আলোচনায় বাংলাদেশে অটিজমের বর্তমান অবস্থা, প্রভাব, প্রকোপ এবং উত্তরণে করণীয় সম্পর্কে বিস্তারিত চিত্র উঠে আসে।
সেমিনারে পাবনা মানসিক হাসপাতাল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারটি আয়োজনে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে সহয়তা করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেমিনারে কোম্পানির পক্ষ থেকে সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. শশিউর রহমান এবং সেলস ম্যানেজার মো. রেজাউল হাসানও বক্তব্য রাখেন।
পাবনা মানসিক হাসপাতালে অটিজম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
Previous Articleমনের বিরুদ্ধে চাকরি মানসিক সমস্যার সৃষ্টি করে
Next Article আত্মহত্যার সংবাদ পরিবেশনের নির্দেশিকা