নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগ -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার নতুন অধ্যায় সূচিত হলো এই উদ্যোগের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান, যিনি এই বিশেষায়িত সেবাটির শুভ উদ্বোধন করেন। নতুনভাবে শুরু হওয়া এই মনোরোগবিদ্যা বিভাগটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার নিয়মিত সেবা প্রদান করবে।
এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন নেত্রকোনা মেডিকেল কলেজের সর্বজন শ্রদ্ধেয় প্রিন্সিপাল অধ্যাপক সাইফুল হাসান নোমান, অত্র হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. প্রবাল দত্ত অধিকারী এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাজহারুল আমিন—যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম বাস্তব রূপ পেয়েছে। উদ্যোগের পেছনে থাকা চিকিৎসকগণ এই নতুন অধ্যায়ের সূচনায় সকল স্যার, মেন্টর, গুরুজন ও সহকর্মীদের দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন। তাদের ভাষায়—“একটি ছোট শুরু, বড় পরিবর্তনের পথে”
মানসিক স্বাস্থ্যেকে সবার কাছে পৌছে দেয়ার উপর গুরুত্বারোপ করে নেত্রকোনা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সজীব আবেদিন বলেন, নেত্রকোনার মতো দারিদ্র্যপীড়িত, দুর্গম ও সীমান্তবর্তী একটি জেলায় মানসিক রোগের সেবা দিতে পারছি — এটি আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন মানুষ, নতুন গল্প — আর সেই গল্পের প্রতিটি অধ্যায়ে মানসিক স্বাস্থ্যের আলো পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের প্রথম জেলা সদর হাসপাতাল হিসেবে নেত্রকোনায় মনোরোগবিদ্যা সেবার আনুষ্ঠানিক সূচনা হলো—যা দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
আরও দেখুন-