মার্চের দ্বিতীয় সপ্তাহে পবিত্র মাহে রমজান। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস এটি। বর্তমান বিশ্বে প্রায় কোটি কোটি মুসলিম রমজান মাসে রোজা পালন করেন। রমজানে খাদ্য ও পানীয়ের পরিমাণ এবং সময় সূচির পরিবর্তনের কারণে একজন ডায়াবেটিস রোগী বেশ কিছু ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
তাই রমজান পূর্ববর্তী, সময়কাল ও পরবর্তী সময়ে এই বিষয়ের আলোকে মনের খবর টিভি আয়োজন করছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক অনলাইন অনুষ্ঠান।
‘নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন’ প্রতিপাদ্যে প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে ”ডায়াবেটিস রোগীর রোজার পূর্ব প্রস্তুতি”, ”রোজায় খাদ্য, ব্যায়াম ও ওষুধের সমন্বয়”, “রোজায় ডায়াবেটিস রোগীর জটিলতা”, “রোজায় ঔষুধের সুসমন্বয়”, ”রমজানে ডায়াবেটিস রোগীর করণীয়”, ”রমজানে ইনসুলিনের সঠিক ব্যবহার” এবং “রোজার পরবর্তী ডায়াবেটিস রোগীর করণীয়” বিষয়গুলোর ওপর অনলাইন অনুষ্ঠানটি মনের খবর টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
উক্ত অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা করবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।