জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর নতুন পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এর স্থলাভিষক্ত হলেন। আজ বৃহ:বার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক ডা. অভ্র দাস ভৌমিক এর কাছ থেকে তার দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগে ময়মানসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণকারী অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবি.বিএস সম্পন্ন করেন।
মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।