দেশের মনোরোগবিদ্যা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যায়নরত রেসিডেন্ট চিকিৎসকদের জন্য Electroencephalogram (EEG) বিষয়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।
আগামী ৩০ নভেম্বর জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের কনফারেন্স রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. এনায়েত হোসেন এবং সহকারী অধ্যাপক ডা. এ এফ এম আল মাসুম খান।
কর্মশালায় ৫০ জন মনোরোগবিদ্যা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যায়নরত রেসিডেন্ট চিকিৎসক অংশগ্রহণ করতে পারবে। তবে প্রথম ব্যাচে নির্ধারিত ৫০ জনের রেজিস্ট্রেশন কোটা ইতোমধ্যেই পূরণ হয়ে গেছে বলে জানিয়েছেন বিএপি এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
আগ্রহীরা কর্মশালার পরবর্তী ব্যাচে রেজিষ্ট্রেশন করতে পারবে বলে জানান তিনি।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে