এনআইএমএইচে ভায়োলেন্ট রোগী ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

0
36

গত ০৫ ডিসেম্বর রবিবার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট এর কনফারেন্স রুমে ‘ভায়োলেন্ট রোগী ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুর ০১ টা থেকে ০২ টা অব্দি চলা এ কর্মশালায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের নার্স ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক ও অধ্যাপক বিধান রঞ্জন রায়। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমএইচ এর উপ-পরিচালক ডা. মো. তরিকুল আলম এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান।

কর্মশালার ব্যাপারে নিয়াজ মোহাম্মদ খান মনের খবর’কে জানান, প্রথমবারের মতো এমন একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। পরবর্তীতে সকল সাইকিয়াট্রি হাসপাতালে কর্মশালা চালিয়ে যাবো আমরা। এই কর্মশালায় আমরা সিষ্টার, ষ্টাফ, নার্সদের ট্রেনিং দিয়ে থাকি। এর মাধ্যমে ম্যানুয়াল রুটিন আকারে, আমাদের এনআইএমএইচের নিজস্ব গাইডলাইন থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে একটি পরিকল্পনা পেশ করা হয়।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

Previous article‘তারা যেন প্রিয় মাতৃভূমিকে ভালোবাসে ও কাজকে গুরুত্ব দেয়’-ড. এম অহিদুজ্জামান
Next articleঅস্বাভাবিক মৃত্যু, আইন কানুন ও মানসিক স্বাস্থ্য নিয়ে জানুন অজানা তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here